করোনা চিকিৎসায় বিরাট সাফল্য


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : জুন ১১, ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন /
করোনা চিকিৎসায় বিরাট সাফল্য

আজকালের কন্ঠ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার ডায়েউঙ ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, তাদের তৈরী পরজীবীরোধী ওষুধ (অ্যান্টি প্যারাসাইট ড্রাগ নিক্লোসামাইড) দিয়ে করোনাভাইরাস দমনে টেস্ট চালানো হয়েছে।

এই পরীক্ষায় নিক্লোসামাইড ব্যবহারে প্রাণীদের ফুসফুস থেকে প্রাণঘাতী করোনভাইরাসকে সরিয়ে দেয়া সম্ভব হয়েছে।

এদিকে নভেল করোনাভাইরাস জনিত অসুস্থতায় চিকিৎসা বিকাশের জন্য বিশ্বব্যাপী ওষুধ প্রস্তুতকারীরা চেষ্টা চালাচ্ছেন। এর মধ্যে এমন সুসংবাদ দিল দক্ষিণ কোরিয়া।

প্রসঙ্গত, করোনাভাইরাস গত বছরের শেষ দিকে চীন থেকে প্রথম আবির্ভূত হয়। এরপর ভাইরিাসটি বিশ্বব্যাপী ৪ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

এদিকে ডায়েউঙ ফার্মাসিউটিক্যাল জানায়, পরীক্ষামূলকভাবে ব্যবহার করা অ্যান্টি-ভাইরাল ড্রাগটি ফুসফুস টিস্যু থেকে এই রোগটিকে (ভাইরাস) পুরোপুরি দূর করেছে। এটা প্রদাহকে বিস্তার বাড়াতে বাধা দেয়।

সামনে জুলাই মাসে সংস্থাটি মানুষের উপর ক্লিনিকাল ট্রায়াল শুরু করার পরিকল্পনা করেছে।

সংস্থাটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বিশ্বের আরও তিনটি সংস্থা নিকলোসামাইডকে করোনাভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে পরীক্ষা করছে। তবে ডায়েউঙ হলো একমাত্র সংস্থা যাদের ওষুধটি মুখে খাওয়া যাবে না (নন ওরাল)।

সূত্র: রয়টার্স

আজকালের কন্ঠ /এমএম