কাজিপুরে বীর মুক্তিযোদ্ধারা নৌকার প্রচারণায় সরব


দৈনিক সিরাজগঞ্জ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৩, ৫:৪৯ অপরাহ্ন /
কাজিপুরে বীর মুক্তিযোদ্ধারা নৌকার প্রচারণায় সরব

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -১ (কাজিপুর উপজেলা এবং সদরের একাংশ) আসনের প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়ের পক্ষে নৌকা প্রতীকে বাড়ি বাড়ি ভোট চাইছেন কাজিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

আজ ৩০ ডিসেম্বর শনিবার দিনব্যাপী উপজেলার গান্ধাইল ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের পূর্ব খুকশিয়া, পাটাগ্ৰাম এবং বাঐখোলা গ্ৰামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রকৌশলী তানভীর শাকিল জয়কে নির্বাচিত করার অনুরোধ জানান। মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ এবং বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের তত্ত্বাবধানে প্রচারণায় নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

এ সময় তাঁরা জানান, মুক্তিযুদ্ধের মার্কা নৌকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল, এখন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। দেশদ্রোহী অপশক্তি রুখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকার প্রচারণায় অংশগ্ৰহণ করেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।