দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনসাধারণের মাঝে শুভেচ্ছা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদের নেতৃত্বে শহরের ধানবান্ধি নর্থ বেঙ্গল হাসপাতাল এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এমেলা বেগম ও সাংগঠনিক সম্পাদক জোসনা মন্ডলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ সাধারণ ভোটারদের ভোট বর্জনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, গণতন্ত্রগামী জনগণের আন্দোলন কখনো বৃথা যাবে না।
আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্রের বিজয় না আসবে
আপনার মতামত লিখুন :